বাংলাদেশে বেড়েছে বেকারত্বের হার,আই এল ও
চলমান করোনার মহামারিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দেখা দিয়েছে কাজের সংকট। এ কারণে বেড়েছে বৈশ্বিক বেকারত্ব। যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। দেশে বর্তমানে বেকারত্বের হার বেড়ে ৫ দশমিক ৩ শতাংশ হয়েছে।
আন্তর্জাতিক শ্রমিক সংস্থা আইএলও,র এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট এন্ড সোশ্যাল আউটলুক: ট্রেন্ড অন ২০২১ শীর্ষক প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশে ২০১৯ সালে বেকারত্বের হার ছিল ৪ দশমিক ২ শতাংশ। ২০২০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩ শতাংশ।
গতকাল বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯ এর প্রভাবে গোটা বিশ্বেই বেড়েছে বেকারত্বের হার। ২০১৯ সালে বৈশ্বিক বেকারত্বের হার ছিল ৫ দশমিক ৪। যা ২০২০ সালে বেড়ে হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ।
আইএলও আরো জানায়, একই সময়ে ভারতে সর্বোচ্চ ২ দশমিক ২ শতাংশ বেড়ে বেকারত্ব হয়েছে ৭ দশমিক ১ শতাংশ। এ ছাড়া বছরের ব্যবধানে পাকিস্তানে শূন্য দশমিক ৭, নেপালে ১ দশমিক ৩ এবং ভুটানে বেকারত্বের হার বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী ২০২০ সালে নারীর কর্মসংস্থান কমেছে ৫ শতাংশ, আর পুরুষের ক্ষেত্রে তা কমেছে ৩ দশমিক ৯ শতাংশ। বিশ্বব্যাপী যুবকদের মধ্যে বেকারত্ব ৮ দশমিক ৭ শতাংশ এবং বয়স্কদের ক্ষেত্রে এ হার ৩ দশমিক ৭ শতাংশ। আর বেকারত্বের এই চিত্র বেশিরভাগই মধ্যম আয়ের দেশগুলোতে বিরাজ করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, করোনার কারণে সৃষ্ট শ্রম সংকট সহজে নিরসন হবে না। এই ঘাটতি পূরণ করতে অন্তত ২০২৩ পর্যন্ত সময় লেগে যাবে। অবশ্য টিকা কর্মসূচির কারণে ২০২১ সালের শেষ দিকে তা তরান্বিত হবে বলে মনে করছে আইএলও।